মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

মহালছড়িতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি

প্রকাশঃ ০৭ অগাস্ট, ২০২৩ ০৫:৩৩:০৬ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৬:১০:২৭

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে গত ৩/৪ দিন ধরে অবিরাম প্রবল ও ভারি বর্ষণ জনিত প্রাকৃতিক দূর্যোগের কারণে এলাকার বিভিন্নস্থানে ক্ষয়ক্ষতি ও দূর্যোগ মোকাবেলায় মহালছড়ি উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে জানিয়েছে প্রশাসন।


মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী সোমবার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জানান, দুর্যোগকালীন সময়ের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তত্বাবধানে ৭/৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত পরিমান খাদ্য শস্য ও তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ বরাদ্দ রয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions