মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে সড়ক পরিবহন মালিক গ্রুপের নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ০৬ জুলাই, ২০২৩ ০১:৫৯:০৩ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৬:৪৪:১৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে এস আলম চেয়ার কোচ পরিচালনায় বাধাদানসহ খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গ্রীণ লাইন পরিবহন,এস আলম পরিবহন, সোদিয়া পরিবহনের প্রতিনিধিরা

 

 

বৃহস্পতিবার(০৬জুলাই) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি  প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি এস আলম কাউন্টারের ম্যানেজার মো: শরীফ সরকার অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ বেআইনীভাবে আরটিসি কমিটির অনুমোদিত অন্য পরিবহনের কাউন্টার ভাঙচুর,রাস্তা অবরোধ,যাত্রী হয়রানী রোটেশন করতে পারে না। কিন্তু ইদানিং তারা যাত্রী হয়রানী,রোটেশনসহ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতেছে। জেলায় যখন কোন স্বনামধন্য পরিবহন যাত্রীসেবা পরিচালনা করতে আগ্রহী হয়,তখন মালিক সমিতি সর্বোচ্চ বাধা প্রদান করে। যাতে নতুন কোন পরিবহন পরিবহন খাগড়াছড়ি থেকে রুট পরিচালনা করতে না পারে। যদিও কোন পরিবহন নতুন পরিবহনের মালিকেরা সমিতির বাধা অতিক্রম করে রুট পরিচালনা করতে সক্ষম হয়। তখন তারা নিত্য নতুন দাবী নিয়ে আসে।সমিতির বাস ভর্তির নাম দিয়ে অবৈধভাবে টাকা গাড়ীর প্রতি জিপির নামে অনৈতিকভাবে অর্থ আদায় করে থাকে। অথচ এই বিপুল পরিমাণ আদায়কৃত অর্থের গন্তব্য সবারই অজানা

এজন্য তিনি প্রশাসনের নিকট সুস্থ তদন্তের মাধ্যমে সুরাহার দাবি জানান তিনি

 

সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রীণ লাইন পরিবহনের ম্যানেজার শাহাদাত হোসেন জিসান,খাগড়াছড়ি এস আলম পরিবহনের প্রতিনিধি ফারুক আহমেদ,মাটিরাঙ্গা এস আলম পরিবহনের প্রতিনিধি মো: এরশাদ প্রমুখ

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions