খাগড়াছড়ি বাজারে সাপ্তাহিক ছুটি কার্যকর হওয়ায় মিষ্টি বিতরণ
প্রকাশঃ ২৬ মে, ২০২৩ ১২:৫৫:২১
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১২:৫০:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর বাজারে প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দোকান কর্মচারীরা। শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর বাজারে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
খাগড়াছড়ি হকার্স মার্কেটের সামনে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলীকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. নাসির সহ অন্যান্যরা।
পরে খাগড়াছড়ি বাজারে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীদের শ্রম আইন ২০০৬ মেনে প্রতি সপ্তাহে একদিন দোকান বন্ধ রাখতে আহ্বান জানান কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এক দিন সাপ্তাহিক ছুটি ও বন্ধ কার্যকর করতে খাগড়াছড়ি পৌরসভা ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আজ থেকে তা কার্যকর হতে শুরু করেছে অধিকাংশ মার্কেটে।