সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে মৎস্যজীবিলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ ২২ মে, ২০২৩ ০৬:০৫:০৭ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০৬:২৯:২৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন মৎস্যজীবিলীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  প্রতিষ্ঠাবার্ষিকী সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। মৎস্যজীবিলীগের জেলা সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। এসময় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রানা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশে লালিত হয়ে মৎস্যজীবিলীগ প্রতিষ্ঠিত হয়। আগামী দিনে জামাত বিএনপির সন্ত্রাস দমনে আওয়ামীলীগের মত মৎস্যজীবিলীগও ভুমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারো অগ্নি সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এর আগে কয়েকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়, বর্তমানেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে কেক কেটে  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions