সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ মে, ২০২৩ ০৬:০৩:৪৭ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৬:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)'র রাঙামাটি সদর দায়রা শাখার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, জ্ঞান ভান্ডার পাঠাগার উদ্বোধন ও রাঙামাটি দায়রা শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (র)'র পৃষ্ঠপোষকতায় এসকল কার্যক্রমের উদ্বোধন করেন, আওলাদে রাসুল, নায়ের সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (র)।

এ কার্যক্রমে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ব্যবস্থাপনা ও  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সহযোগিতা করে।

এসময় শাহ্ এমদাদীয়া রাঙামাটি শাখার পক্ষে মোঃ গোলাম রহমান জানান, রাঙামাটিতে নতুন দায়রা শাখা উদ্বোধন উপলক্ষে এ সকল কার্যক্রমের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনব্যাপী এই ফ্রী চিকিৎসা ও রক্তদান কর্মসূচিতে শতাধিক রোগী সুবিধা গ্রহণ করে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions