মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে চার সেরা খেলোয়াড়কে উপহার দিলেন রিজিয়ন কমান্ডার

প্রকাশঃ ১১ মে, ২০২৩ ০৪:০৬:২৫ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১১:১২:২৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে  চার সেরা খেলোয়াড়কে জুতা,জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুট,গ্লাভসসহ ফুলসেট  উপহার দিয়েছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি।

তথ্যানুযায়ী; গত ৬মে ২০২৩ ম্যাজিকেল ত্রিপুরার সন্ধানে  কিশোরী ফুটবলার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের সময় খাগড়াছড়ির মাননীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ(মাহি) এর সম্মানে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।  এতে অংশ নেন ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা ফুটবলার টিম বনাম খাগড়াছড়ি ফুটবল একাডেমি। প্রীতি ম্যাচ শেষে শেষে, তিনি দুই দলের দুইজন করে মোট চারজন সেরা খেলোয়াড়কে বাছাই করে কিছু উপহার (খেলাধুলার সামগ্রী - বুট জুতা, জার্সি, শর্টস প্যান্টস, ট্র্যাকস্যুট ইত্যাদি) দেওয়ার ঘোষণা দেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১১মে) সকাল সাড়ে ১০টার দিকে   খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।

বাছাইকৃত ৪জন সেরা ফুটবলার হিসেবে উপহার পাওয়া খেলোয়াড়রা  হলেন লিসা ত্রিপুরা, অনামিকা ত্রিপুরা, সাম্প্রি ত্রিপুরা ও ওম্রাসং মারমা।
এ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ(বিটিজেকেএস)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, সাধারণ সম্পাদক  জয় প্রকাশ ত্রিপুরা, কিশোরী ফুটবলার প্রশিক্ষণ কর্মসূচির আহবায়ক ও কোচ  জ্যোতিষ বসু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

চারজন সেরা খেলোয়াড়কে জুতা, জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুটসহ ফুলসেট উপহার পেয়ে  খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ’র  প্রতি কৃতজ্ঞতা জানান বিটিজেকেএস'র প্রতিনিধিরা। তারা রিজিয়ন কমান্ডার'র  উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনা করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions