মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বিনা ধান ২৫ বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস

প্রকাশঃ ০৫ মে, ২০২৩ ০৩:৪৮:৪৬ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৫:২০:৫৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীন বোরো মৌসুমের ধানের জাত বিনা-২৫ এর বিশেষত্ব, চাষাবাদ কৌশল পাহাড়াঞ্চলে সম্ভাবনা শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ পরামণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খাগড়াছড়ি উপকেন্দ্রের হলরুমে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

 

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিনা' মহাপরিচালক . মির্জা মোফাজ্জল ইসলাম। সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলম সহ কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বিনা ধান ২৫ এর মাঠ দিবস ফসল কর্তন করা হয়। 

 

আলোচকরা বলেন, আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে বৈশ্বিক ভাবে কৃষি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। যুগোপযোগী বীজের জাত কৃষি অভিজ্ঞতা দিতে বিনা সহ কৃষি গবেষণা ইনস্টিটিউট গুলোর অবদান অনস্বীকার্য

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions