শুক্রবার | ২২ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৬:২১:১৮ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৩:০৫:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, পর্যটন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, হোটেল মালিক সমিতির নেছার আহমেদ’সহ পুলিশ প্রশাসন, স্কাউটস, রোভার স্কাউটস, তথ্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর জেলা পরিষদের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকালে ব্যানার ফেস্টুন সহকারে জেলা পরিষদ প্রাঙ্গণ হতে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী এবং এর পরে শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা।

উক্ত দিবসটি সুষ্ঠ ও সুন্দরভারে সফল করার জন্য পরিষদ চেয়ারম্যান জেলার সকল বিভাগের সহযোগিতা কামনা করেন।

এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো “পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি”।

পর্যটন |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions