শনিবার | ০৪ জানুয়ারী, ২০২৫

রিজার্ভবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২২ ০৯:৫২:০২ | আপডেটঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ০৪:২৯:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সম্প্রতি রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার মহসিন কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও কম্বল বিতরণ করেছে জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকালে বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং ১৭টি পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারন রনেল দেওয়ান, পৌর বিএনপির সভাপতি এসএমশফিউল আযম ও সাধারন সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জসিম উদ্দিন,  জাসাসের সাধারন সম্পাদক কামাল হোসেনসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ১৯ নভেম্বর দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার মহসিন কলোনি এলাকায় আকষ্মিক অগ্নিকান্ডে ১৭টি ঘর পুড়ে যায়।   

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions