বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী, ২০২৫

লংগদুতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২২ ০৮:০৪:৩০ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৭:১৫:৪০

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)কাতার বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভ কামনা জানিয়ে রাঙামাটির লংগদুতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা

 

রবিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শতাধিক সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক থেকে করল্যাছড়ি প্রদক্ষিণ করে গাঁথাছড়া আর্জেন্টিনা সেতুতে এসে মিলিত হয়

 

এসময় লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া লংগদু আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এডমিন সাংবাদিক আরমান খানসহ উপজেলার বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকরা উপস্থিত ছিলেন

 

শোভাযাত্রাটি আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান তোলেন সমর্থকরা। এরমধ্যে বিভিন্ন জয়ধ্বনি বাজিয়ে উল্লাস করেন তারা। সড়কের পাশ থেকে হাত নাড়িয়ে তাদের উৎসাহ দেন অন্য সমর্থকরা

 

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এডমিন আরমান খান বলেন, এটি ফুটবলের জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এবার মেসির হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। মেসির বিশ্বকাপ জয়ের উল্লাসে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বিশ্ব। কারণ সম্প্রীতি টানা ৩৫ ম্যাচে কেউই আর্জেন্টিনাকে হারাতে পারেনি

 

শোভাযাত্রা শেষে কেক কেটে আর্জেন্টিনা দলকে শুভ কামনা জানিয়ে মিষ্টি বিতরণ করেন সমর্থকরা

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions