প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৭:১৫:২০
| আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৪৪:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সম্প্রতি বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে কয়েকজন নিহত হওয়ার ঘটনায় জনসাধারণকে সচেতন করে তুলতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে বান্দরবানের লামা বন বিভাগ। শুধু লামা পৌরসভা নয়, উপজেলার গজালিয়া,সরই, ইয়াংছা, ফাইতং এবং ফাঁসিয়াখালী ইউনিয়নে হাতি বিচরণের এলাকা সমুহে এই সচেতনতামূলক কার্যক্রম চলছে।
বন বিভাগের তথ্যমতে জানা যায়, বন্যহাতির মূল আবাসস্থল কক্সবাজার জেলার চকরিয়ার ডুলহাজরা, কচ্ছপিয়া, হারবাং ও চুনতি অভয়ারণ্য এলাকায়। এছাড়া বান্দরবান সদর উপজেলার টংকবতি ও চট্টগ্রামের লোহাগারা উপজেলার পদুয়া এলাকায় কিছু বন্যহাতি রয়েছে, তবে তারা সবসময় এক জায়গায় থাকে না। খাবার সন্ধানে ভিন্ন ভিন্ন এলাকায় চলাচল করে বন্যহাতির দল।
বান্দরবানের লামা উপজেলা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল জানান, হঠাৎ করে বন্যহাতির আক্রমনে নিহত ও আহত হওয়ায় ঘটনা বাড়ার কারণে লামার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, চাষীরা প্রায় সময় ফসলের ক্ষেত খামার করেন পাহাড়ের মাঝখানে, যেখান দিয়ে সবসময় বন্যহাতি চলাচল করে। এমনিতে একসময় এগুলো বন্যহাতি চলাচলের জায়গা ছিল, অনেক সময় তারা ফসলের লোভে অথবা সেসব জায়গায় চলাচল করলে মানুষের মুখোমুখি হয়,আর এতে মানুষের ওপর আক্রমন করে হাতি। চলাচলে বাধা পেলে এবং স্থানীয় লোকজন তাদের উত্যক্ত করলে অনেক সময় তারা আক্রমণ করে বসে মানুষের ওপর আর এতে, প্রাণহানির ঘটনাও ঘটছে। উপজেলা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল জানান, হাতি থেকে দূরে থাকতে এবং নিরাপদে থাকতে সতর্ক থাকার জন্য সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে এবং প্রচারণার অংশ হিসেবে সাধারণ জনগণকে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, বন বিভাগের দেওয়া বার্তার মধ্যে রয়েছে যে এলাকায় হাতি রয়েছে তাদের চলাচলের সময় সতর্ক থাকতে হবে, দলগতভাবে থাকতে হবে এবং হাতি আসলে কোনোভাবে উক্ত্যক্ত করা যাবে না,তারা আবার আপনগতিতে চলে যাবে। হাতিকে কেউ আক্রমণ না করলে হাতি কখনও হিং¯্র হয় না। ফসলে ক্ষতির আশঙ্কায় কেউ যেন হাতির উপর আক্রমণ না করে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বন্যহাতির আক্রমণে খোদেজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধা মারা যায় আর এই ঘটনায় আহত হয় বয়াতী (৬৫) ও আমির আলী (৭৩) নামে দুই বৃদ্ধ। এরপরে ৮নভেম্বর লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদু বাগান পাড়া এলাকায় বন্য হাতির একটি দল তান্ডব চালায় এতে চিংথা থুই নামে একজনের মৃত্যু ঘটে।