শুক্রবার | ১০ জানুয়ারী, ২০২৫

প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল

প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৭:৫১:০৬ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১১:০১:৩৪
গতকাল পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম এ “বাঘাইছড়ির ৭ যুবদল ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির কাছে নালিশ” শীষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ৭ নেতা।

প্রতিবাদে লিপিতে তারা বলেন, নাছির উদ্দিনের করা চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন, তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই আগষ্ট বিপ্লবের পর হতে নাছির উদ্দিনের শুশ^রবাড়ীতে এক অচেনা লোকের আনা গোনা দেখা দেয়ায় জিজ্ঞাসা করা হয়। জানা যায়, ওই লোকটি খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ও ওয়াদুদ ভুইয়া ঘর ভাঙ্গা মামলার আসামী। কোন আসামী বা আওয়ামীলীগের লোকজনকে স্থান না দিতে অনুরোধ করি। সেখানে কোন চাঁদাবাজি বা ভাংচুরের ঘটনা ঘটেনি।

প্রতিবাদ পাঠানো নেতৃবৃন্দরা হলেন - বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions