প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০৩:১২:৩১
| আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০১:৫১:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম চিংথা থুই (৪৫), তার বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদু বাগানপাড়া এলাকায়।
মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১টায় চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, গতরাত ১০টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদু বাদানপাড়া এলাকায় বন্য হাতির একটি দল তান্ডব চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে গুরুতর আহতবস্থায় চিংথা থুইকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক জানান, বন্যহাতির একটা দল প্রায় সময় খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। ফাইতং ও ফাসিয়াখালী দুটো ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে বিচরণ করতে দেখা যায় প্রায় সময় ৭-৮টি হাতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম জানান, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে,নিহতের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৪ নভেম্বর বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে খোদেজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধা মারা যায়, এসময় আহত হয় বয়াতী (৬৫) ও আমির আলী (৭৩) নামে আরো দুইজন।