রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

লামায় ইয়াবাসহ তিন যুবক আটক

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২২ ০৬:৫০:২০ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৯:০৪:২৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামায় ইয়াবা বিক্রির সময় তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে লামা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে বান্দরবানের লামা পৌরসভার ৬নং ওয়ার্ড এর সাবেক বিলছড়িস্থ মো: রহিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল সাবেক বিলছড়ি গ্রামের মৃত সাহেব আলী ও রহিমা বেগমের ছেলে মো: রহিম (৩২), একই গ্রামের মো: আলী আজ্জন ও মাছুমা বেগমের ছেলে মো: মাসুম বিল্লাল এবং আব্দুল ওয়াহাব ও লুৎফুন্নেছার ছেলে মো: সুজন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বিলছড়িস্থ মো:রহিম এর বসত ঘরের শয়ন কক্ষে নিজেদের মধ্যে ইয়াবা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ৩যুবককে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এদিকে ইয়াবাসহ তিন জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান,৫০পিস ইয়াবাসহ আটক তিন যুবক পুলিশের হেফাজতে রয়েছে,তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions