প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২২ ০৫:০৭:৫৪
| আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১১:১২:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো:ফজলে এলাহী ভূইঁয়া আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামীর নাম মংছাচিং মারমা, তার বাড়ি বান্দরবানের লামা উপজেলার ত্রিশ ডেবা পাড়ায়।
মামলার বিবরণীতে জানা যায়, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুরং ঝিরির আগা নামক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে মাংরক ম্রো নামে একজনকে হত্যা করা হয়। পরে ২০১৭ সালের ১আগস্ট নিহতের পুত্র মেনতাম ম্রো বাদী হয়ে মংছাচিং মারমাকে আসামী করে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপরে মামলায় ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী মংছাচিং মারমাকে ৩০২ধারায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সাথে ভিন্ন কয়েকটি ধারায় আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ডের আদেশ দেয় আদালত।
এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষের আইনজীবি ও পরিবারের সদস্যরা।