সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে নদীর সুরক্ষায় নদী পরিব্রাজক দলের নদী আড্ডা

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২২ ০৮:২৬:৫৭ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০২:৫৩:২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নদী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা শাখার উদ্যোগে ৩০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি বাবু মনির সভাপতিত্বে আড্ডায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠিাতা সভাপতি ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মনির হোসেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি ইসলাম মাহমুদ।

বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক দিপীকা তংচঙ্গ্যার সঞ্চালনায় নদী আড্ডায় বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের বান্দরবান শাখার সভাপতি বাবু মনি,সিনিয়র সহ-সভাপতি কৌশিক দাশ,সদস্য রিমন পালিত,মো:আলী,বাসুদেব বিশ্বাসসহ প্রমুখ। এসময় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মো. আলাউদ্দিন,মো.ইছহাক ও মো.ওমর ফারুক।

নদী আড্ডায় বক্তারা বলেন, বান্দরবানে নদী-খাল দখল দূষণ রোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে,তবে হয়তো রক্ষা পেতে পারে এই দখল উৎসবের হাত থেকে বান্দরবান। এসময় বক্তারা আরো বলেন ,বান্দরবানে কোথাও খালের প্রবাহে ব্যাঘাত ঘটিয়ে, কোথাও খালের সীমানায়,এমনকি সাংগু নদীর আশেপাশে বহুতল হোটেল,দোকান,ঘরবাড়িসহ নানা স্থাপনা তৈরি হচ্ছে। এসব স্থাপনার তরল ও কঠিন বর্জ্য নদীতে পড়ে নদীর প্রাকৃতিক পরিবেশ দিন দিন ধ্বংস করছে। এসময় সভায় বক্তারা সরকারের কাছে বান্দরবানের পানির একমাত্র উৎস সাংগু নদী রক্ষায় দ্রæত পদক্ষেপ নেওয়ায় আহবান জানান।

প্রধান অতিথি বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠিাতা সভাপতি ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মনির হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের চারিদিকে নদী,আর নদীর পানি আমাদের বহু উপকারে আসে। এসময় বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠিাতা সভাপতি ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মনির হোসেন আরো বলেন,বান্দরবান পার্বত্য জেলার একমাত্র নদী সাংগুকে অনেক ব্যক্তি ধীরে ধীরে গ্রাস করছে। নদীকে অবৈধভাবে দখলের পাশাপাশি নদীতে বিভিন্ন বজ্য ফেলে নদীর প্রাণ হুমকিতে ফেলছে স্থানীয়রা।

এসময় তিনি সবাইকে নদী রক্ষায় সচেতন হওয়া এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার শাখার উদ্যাগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে সাংগু নদীর প্রাণ বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions