বান্দরবান
সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন
প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২২ ০৬:৪৭:৫১
| আপডেটঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৪:৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সংযম ও সমাধির পবিত্র ত্রৈমাসিক বর্ষা বাসান্তে মহতী প্রবারণার পূর্ণিমার পর বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
২৮ অক্টোবর (শুক্রবার) সকাল থেকে নানা আয়োজনে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।
কঠিন চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ এরপরে যথাক্রমে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারদান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।
এসময় ধর্মদেশনা প্রদান করেন জামিজুরি সুমনাচার বির্দশন আরামের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, দেবপাহাড় পুর্নাচার আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাথের, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বাগ্নীস্বর ড.দীপংকর থের, জ্ঞানরতœ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ মহাথের,সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি থের, আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর বান্দরবানের ট্রাষ্টি হ্লাথোয়াই হ্রী মার্মা, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়–য়া, পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ বড়–য়া, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী প্রকাশ বড়–য়া,সাধারণ সম্পাদক অসীম বড়–য়া,অর্থ সম্পাদক রুপন বড়–য়া,প্রচার সম্পাদক রাহুল বড়–য়া ছোটন সহ বিহারের দায়ক-দায়িকা এবং বৌদ্ধ ধর্মালম্বীরা।
সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলনের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের।