সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

লামা থানা পুলিশের পৃথক অভিযানে ৯টি গরু ও ৩টি মহিষ উদ্ধার

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২২ ০৩:২১:০২ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১০:০৭:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা থানা পুলিশের পৃথক অভিযানে ৯টি গরু ও ৩টি মহিষ উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৬অক্টোবর) সকাল ৮টায় লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ওয়ারিশবিহীন ৩টি গরু ও ৩টি মহিষ আটক করা হয়েছে। পরে সকাল ১০টা দিকে আবার বেশ কিছু গরু মহিষ মিয়ানমার থেকে আলীকদম হয়ে অবৈধভাবে পাচার হওয়ায় সংবাদে লামার মুখ এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৬টি গরু উদ্ধার করা হয়। 

লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো.শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আলীকদম উপজেলা থেকে সড়ক ও নৌপথে বিভিন্নভাবে চোরা কারবারীরা গরু ও মহিষ দেশের বিভিন্নস্থানে পাচার করছে এমন সংবাদে আমরা কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করছি এবং সকাল থেকে এই পর্যন্ত পৃথক ২টি অভিযানে  ৯টি গরু এবং ৩টি মহিষ উদ্ধার করতে সক্ষম হয়েছি। ওসি আরো জানান,আমাদের অভিযান অব্যাহত রয়েছে আশাকরি আরো গরু ও  মহিষ উদ্ধার করা সম্ভব হবে।

বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুর ইসলাম জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে কয়েকদিন ধরে বান্দরবানের আলীকদমসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গরু-মহিষ এদেশে এনে দেশের বিভিন্নস্থানে পাচারের চেষ্টা করছে চোরাকারবারীরা আর পুলিশ এসব অবৈধ কার্যক্রম বন্ধে সজাগ রয়েছে।

প্রসঙ্গত : সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে গরু-মহিষ পাচার হয়ে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে এদেশে আসছে, এরপর গরু-মহিষগুলো দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে গরু-মহিষগুলো অবৈধভাবে পাচারকাজে এলাকার একাধিক চক্র সক্রিয় রয়েছে।  এরই মধ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) বান্দরবানের আলীকদম উপজেলা থেকে অবৈধভাবে পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে চৈক্ষ্যং ইউনিয়ন থেকে ১৪টি গরু আটক করে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions