বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫
বাড়তি পর্যটক যাতায়াতে প্রশাসনের নিরুৎসাহিকরণ

সাজেকে আবারো জিপ খাদে পড়ে আহত ১২

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২২ ০৭:৫৯:২০ | আপডেটঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ০৯:০২:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি জিপ গাড়ি খাদে পড়ে ১২জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার (১৯ অক্টোবর) একই এলাকায় জিপ উল্টে পাহাড়ি খাদে পড়ে ১ পর্যটক নিহত ও ৫ জন আহত হয়েছে। পরদিন বৃহস্পতিবার একই স্থানে ফের দুর্ঘটনা ঘটলো। পাহাড়ি উঁচুনিচু ঝুঁকিপূর্ণ সড়ক হওয়ার দরুন ও চালকদের অসাবধানতার কারণে প্রায়শই এই সড়কে দুর্ঘটনা ঘটছে বলে জানায় স্থানীয়রা। এদিকে, টানা দুদিনে ১ পর্যটকসহ মোট ১৭ জন আহতের ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে দুর্ঘটনা এড়াতে বাড়তি পর্যটক যাতায়াতে নিরুৎসাহিকরণ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার জানান, সাজেক-বাঘাইহাট সড়কে একইস্থানে বৃহস্পতিবার আরো একটি জিপ গাড়ি উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় স্থানীয় ৫ জন গুরুতর আহতসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে, সেখানে চিকিৎসা চলছে। সাজেক-বাঘাইহাট সড়কে বাড়তি পর্যটক চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে।

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি। চট্টগ্রাম বিভাগের আয়তনে সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ইউনিয়ন। ২০১৩-১৪ সালে মেঘের উপত্যকা সাজেক ভ্যালিতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার পর থেকে সাজেক ভ্যালির পাহাড়ি পথে পর্যটকদের যাতায়াত বেড়েছে কয়েকগুন। তবে পাহাড়ি ঝুঁকিপূর্ণ সরু সড়ক হওয়ার কারণে প্রায়শই এই ঘটছে দুর্ঘটনা। সড়কে মড়ক ঠেকাতে সড়ক প্রশস্তকরণ জরুরি বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions