সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাস ভবনে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ১০ টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, ভাঙ্গাব্রীজ এলাকা থেকে আওয়ামীলীগের সিনিয়র নেতাদের নেতৃত্বে বিনা উস্কানীতে মিছিলকারীরা কলা বাগান এলাকায় ঢুকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবন ও আশপাশের বসত বাড়িতে ভাংচুর, তার ব্যবহৃত কার গাড়ি ভাংচুর, ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ২ টি মোটর সাইকেল ভাংচুর করে।
এ সময় পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালনের নিন্দা জানিয়ে তিনি বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ভাঙ্গাব্রীজ এলাকায় মিছিলকারীদের উদ্দেশ্য করে ঢিল ছুঁড়লে পাল্টা জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি-ছাত্রদলের হামলায় ৬-৭ জন কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ জানান, এ ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।