প্রকাশঃ ০৩ জুনe, ২০২২ ০১:১২:০৫
| আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ১১:১০:১৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ ৩জুন ২০২২ ইং শুক্রবার সকালে সাংবাদিকদের নিয়ে একটি স্ট্যাটাস দেন, এতে ক্ষোভ প্রকাশ করেছেন খাগড়াছড়ির বিভিন্ন সাংবাদিক সংগঠন। ওয়াদুদ ভুইয়া তার ফেইসবুক ষ্ট্যাটাসে লিখেন "দালাল সাংবাদিককে পয়সা দিয়ে বানোয়াট সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হলো না"।
সাংবাদিকদের যৌথ বিবৃতিতে বলা হয়, মূলত ওয়াদুদ ভূইয়া’র ভাতিজা শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ ও তাঁর অনুসারীদের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনকে বুঝিয়েছেন। সেই সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা আমন্ত্রিত হয়ে অংশ নেন এবং সংবাদ প্রকাশ করেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলনের খবরটি প্রচারিত হয়।
রামগড়ে নিজ বাসায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ বিএনপি ও তাদের পারিবারিক সমস্যা তুলে ধরেছেন। সেই সংবাদ সম্মেলনের দীর্ঘদিন পর হঠাৎ করে ওয়াদুদ ভূইয়ার মত একজন দ্বায়িত্ববান রাজনীতিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন পোষ্ট খাগড়াছড়ির সর্বস্তরের সাংবাদিকদের চরমভাবে ব্যথিত করেছে।
অথচ, ওয়াদুদ ভূইয়া ফেসবুকে "দালাল সাংবাদিক” উল্লেখ করে সাংবাদিক সম্মেলনের দায়ভার সাংবাদিকদের উপর চাপান। যা রাজনৈতিক দেউলিয়াপনা ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলে সাংবাদিকরা মনে করেন।
খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং পেশাজীবি সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, সাংবাদিকরা কোন প্রকারের অসৎ উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন কাভার করেনি। গণতান্ত্রিক সমাজে যে কেউ বা ক্ষতিগ্রস্ত যে কোন পক্ষ সংবাদ সম্মেলন ডাকার ও মতামত প্রকাশের অধিকার রাখেন। এবং যে কোন সংবাদ সম্মেলনের সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের দায়িত্বের মধ্যে পড়ে।
সাংবাদিক নেতৃবৃন্দ একজন সম্মানিয় ব্যক্তি হিসেবে জনাব ওয়াদুদ ভূইয়া’র সম্প্রতি দেয়া ফেসবুক স্ট্যাটাস প্রত্যাহার করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। একই সাথে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের প্রতি অমর্যাদাকর এবং সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যথায় জনাব ওয়াদুদ ভূইয়া এবং জেলা বিএনপির সব ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার মত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, এনটিভি প্রতিনিধি আবু তাহের, এটিএন বাংলা ও কালের কন্ঠ প্রতিনিধি আবু দাউদ, বৈশাখী টিভির প্রতিনিধি অপু দত্ত, ৭১ টিভির প্রতিনিধি রুপায়ন তালুকদার, দৈনিক প্রতিদিনের চিত্র প্রতিনিধি দহন বিকাশ ত্রিপুরা, বিটিভির ক্যামরা পার্সন তাপস ত্রিপুরা, দৈনিক অরণ্য বার্তার প্রতিনিধি মো: মাইন উদ্দিন, চ্যানেল ২৪ এর প্রতিনিধি নুরুচ্ছফা মানিক, ভোরের কাগজের প্রতিনিধি শংকর চৌধুরী, ইন্ডিপেন্ডেট টিভির প্রতিনিধি সমীর মল্লিক, এশিয়ান টিভির প্রতিনিধি বিপ্লব তালুকদার, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মো: আল মামুন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, ডিবিসি প্রতিনিধি সৈকত দেওয়ান, ঢাকা প্রতিদিন এর মো: শাহজাহান, পার্বত্য নিউজের খোকন ত্রিপুরা, ঢাকা পোষ্টের জায়ার উদ্দিন, সময় টিভির ছোটন বিশ্বাস ও অভি বড়ুয়া।
এদিকে সাংবাদিক সমাজের যৌথ বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন খাগড়াছড়ির বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া।
তিনি সিএইচটি টুডে ডট কমকে মুঠো ফোনে জানান, আমি খাগড়াছড়ি সাংবাদিক সমাজের যৌথ বিবৃতিতে বিস্মিত। আমি তো কারো নাম, কোন টেলিভিশন বা পত্রিকার কোন সাংবাদিকের নাম উল্লেখ করেনি। আমার ষ্ট্যাটাসটা ঢাকার বা কোন শ্রীলংকার কোন সাংবাদিককে উদ্দ্যেশে করেও হতে পারে। আমি তো কারো নাম, নেইনি, তাহলে তারা কেন বিবৃতি দিলো। আমি অবাক হচ্ছি, বিবৃতিতে স্বাক্ষরকারী সাংবাদিকদের নাম আমি দেখেছি, তাদের মধ্যে ২/১ জন ছাড়া কেউ বিএনপির নিউজ কাভার করে না, তারা আওয়ামীলীগের পদ পদবি বহন করে, হয়ত আওয়ামীলীগের কোন দলীয় স্বার্থ হাসিলের জন্য এই বিবৃতি দিতে পারে।