সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩ টার সময় মহালছড়ির এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত জোনকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের জোন
অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন(পিএসসি)। আরো উপস্থিত ছিলেন
মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ , মহালছড়ি সরকারি
উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ,
বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ সহ উপজেলার শত শত ক্রীড়া প্রেমিক উপস্থিত ছিলেন। অনির্বাণ
স্পোর্টিং ক্লাব বনাম
টিলাপাড়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় ৪-১ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় টিলাপাড়া একাদশ।
উল্লেখ্য যে, জোনকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ গত ১৬ মে থেকে শুরু হয়। উক্ত টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।