সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন ৫ টি প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল চেম্বার সিলগালা করা হয়েছে। এ ছাড়া নিবন্ধন বিহীন এক ভুয়া চিকিৎসক এবং এক ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে এসব অভিযান পরিচালিত হয়। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
ভ্রাম্যমান আদালতের তথ্যমতে, খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের অভিযানে সদর উপজেলার খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল, কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব ও ফেয়ার হেলথ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়া মাটিরাঙ্গায় উপজেলায় প্রশাসনের অভিযানে বিএমডিসির নিবন্ধন বিহীন জননী ডেন্টাল ও শর্মা ডেন্টাল নামে ২ টি চেম্বার সিলগালা করা হয়। এ ছাড়া বিএমডিসির নিবন্ধন বিহীন এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা ও নিবন্ধন বিহীন একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত সারাদেশে গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গতকাল খাগড়াছড়ি সদরে অভিযান চালিয়ে বিএমডিএসর নিবন্ধন বিহীন ২ ভুয়া দন্ত চিকিৎসককে ৬ মাস করে জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস জেল দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।