খাগড়াছড়িতে হেলথ কেয়ার হসপিটাল উদ্বোধন
প্রকাশঃ ২৮ মে, ২০২২ ১১:৩৪:১৬
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৮:৪০:২৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত দুর্গম এলাকার সাধারণ মানুষকে কমমূল্যে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ নিয়ে খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের যাত্রা শুরু। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের নারিকেল বাগান এলাকায় "সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিশেষায়িত ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও হাসপাতালটির শুভ উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ও হেলথ্ কেয়ার হসপিটালের চেয়ারম্যান মো: শানে আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, টাঙ্গাইলের ধলেশ্বরী হসপিটালের চেয়ারম্যান ডা. এ.কে.এম আব্দুল হামিদ, হেলথ্ কেয়ার হসপিটালের ডিরেক্টর ডা. আশুতোষ চাকমা ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. এরশাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার দে।
অত্যাধুনিক মানের পরিপূর্ণ হেলথ্ কেয়ার হসপিটালটিতে রয়েছে, রয়েছে ৫০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিন,ডিআর সহ, দাঁতের জন্য অত্যাধুনিক মানের ডিজিটাল ওপিজি মেশিন, কালার ডপলার আলট্রাসাউন্ড মেশিন, বিশেষায়িত ২টি অপারেশন থিয়েটার, সুসজ্জিত কেবিন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব, ২৪ ঘন্টা ফার্মেসী, ইমারজেন্সি আউটডোর, ইনডোর সেবা, এ্যাম্বুলেন্সসহ সকল সেবা।
এছাড়া উদ্বোধন উপলক্ষে আগামী ১৫ জুন পর্যন্ত সকল পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনে ৩০ ভাগ পর্যন্ত ছাড়।