শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

দীঘিনালায় রেড ক্রিসেন্টের সুবিধাভোগীদের গবাদি প্রাণীপালন প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২১ ১১:০২:১৩ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১১:৪৯:১১
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ কর্তৃক পরিচালিত ইকোসেক প্রকল্পভূক্ত সুফলভোগীদের গবাদি প্রাণী পালন প্রশিক্ষণ দেয়া হয়েছে।

দীঘিনালার মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার সুফলভোগী হিসেবে নির্বাচিত ২৪ পরিবারকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহায়তায় দুইদিনব্যাপী গবাদি প্রাণী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়।

গত ২০ ও ২১ তারিখ পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান করেন দীঘিনালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জওহরলাল চাকমা ও উপ-সহকারী কর্মকর্তা অলেন কান্তি ত্রিপুরা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাঠ সংগঠক মোঃ দিদারুল আলম (রাফি)।

পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার সিডিসি সভাপতি প্রিয় রঞ্জণ চাকমা জানান, 'রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আমাদের পাড়ায় পশু পালনের প্রশিক্ষণ দেয়ায় সবাই উপকৃত হয়েছে। বাজার থেকে গরু কেনার পর তা কিভাবে লালনপালন করতে হবে সে-সম্পর্কে জানা গেছে।'

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের মাঠ সংগঠক মোঃ দিদারুল আলম (রাফি) জানান, 'দীঘিনালার দুটি গ্রামের ৬০ পরিবারকে অনুদান প্রদানের পাশাপাশি গবাদি প্রাণী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতেকরে উনুদানের অর্থে স্ব স্ব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।'

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions