শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভোগান্তি

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২১ ০৭:২৯:০৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:৩৯:০১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নতুন এবং সংশোধনী অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। সার্ভার জটিলতা ও স্থানীয় সরকারের উপ-পরিচালকের বদলীজনিত কারণে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ জটিলতা শুরু হয়।

এতে করে শিক্ষার্থীদের ইউনিক আইডি, পাসপোর্ট সহ নানা কাজে ভোগান্তি হচ্ছে। কয়েক মাসে খাগড়াছড়ির ৩ টি পৌরসভা ও ৩৮ টি ইউনিয়ন থেকে প্রায় কয়েক হাজার সংশোধনী জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন জমা পড়ে আছে। এ ছাড়া সার্ভার জটিলতায় নতুন ও অনলাইন সেবা পেতে ভোগান্তি হচ্ছে।

খাগড়াছড়ির স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু সাঈদ বলেন, কর্মকর্তার বদলীজনিত কারণে এডমিন আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন হওয়ায় এ জটিলতা তৈরী হয়েছে। চলতি সপ্তাহে এ সমস্যা সমাধান হয়েছে। এখন জমা পড়া ও নিয়মিত কাজ গুলো দ্রুত শেষ করা হচ্ছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions