শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে কাঠ জব্দ

প্রকাশঃ ১৭ জুলাই, ২০১৮ ১২:১২:৪৫ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:৪৬:১৭
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অভিযানে গতকাল মঙ্গলবার রাত পোনে ২টার সময় জুম রেস্তোরা সংলগ্ন ওয়াগ্গা চা বাগানের সামনে কর্ণফুলী নদীতে ভাষমাণ অবস্থায় বিপুল পরিমাণে কাঠ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এসময় অভিযান পরিচালনা করেন, কাপ্তাই ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার আব্দুল জাব্বার। এই ব্যাপারে তিনি বলেন, অভিযান চালিয়ে কর্ণফুলী নদী থেকে ভাষমাণ অবস্থায় ৪৫ দশমিক ৬০ঘণফুট সেগুন কাঠ (রদ্দা) জব্দ করেন। যার বাজার মূল্য ৫হাজার ৫শ টাকা। এছাড়া ১১দশমিক ৮৬ ঘণফুট সেগুন কাঠ (গোল) জব্দ করেন। যার প্রতি ঘণফুট কাঠের বর্তমান বাজার মূল্য ৪হাজার টাকা করে। এই হিসেবে সর্বমোট ২লক্ষ ৯৮হাজার ২৪০ টাকার কাঠ আটক করা হয়। এদিকে এই কাঠের কোন মালিকের সন্ধান জানেননা বলেও জানান তিনি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions