বৃহস্পতিবার | ০২ মে, ২০২৪

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২০ ০৭:৩৮:৫২ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৮:০৯:৫০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে তৃতীয় দিনের মতো হত দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শনিবার সকাল ১১টা হতে শহরের শিমুলতলী, রূপনগর, শান্তিনগর, পুরাতন বাস স্টেশন ও খাদ্য গুদাম এলাকার দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান দেয়া হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জেলার দুর্গম এলাকাগুলোতে নিজ কাঁধ নিয়ে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।  এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য হাবিব আজম, মাসদু পারভেজ, মো. নাজিম, মোঃ আবচার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সচেতন হবার আহবান জানানোর পাশাপাশি যার যার ঘরে অবস্থান করার অনুরোধ করেন।

এদিকে এ পর্যন্ত ৬০০ পরিবারের হাতে ত্রান পৌঁছে দেওয়া সহ আগামী ৩ দিন পর্যায়ক্রমে ৬০০ হতদরিদ্র পরিবার সহ মোট ১২শ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে বলে  জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions