শুক্রবার | ১৭ মে, ২০২৪

সাজেকে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে গণতান্ত্রিক ইউপিডিএফ'র ত্রান বিতরন

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০২০ ০৭:১০:৩২ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০২:৫১:৫৭
সিএইচটি টুডে ডট কম, সাজেক, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে করোনার প্রভাবে কর্মহীন দিনমজুর অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন গণতান্ত্রিক ইউপিডিএফ।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সাজেক ইউপি'র কার্যালয়ে শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী নারী পুরুষের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্যপন্য সামগ্রী বিতরন করা হয়।

গনতান্ত্রিক ইউপিডিএফ সাজেক ইউপি'র মাধ্যমে সাজেকের ৪নং ওয়ার্ড এর বিভিন্ন গ্রামে এসব ত্রান বিতরন করে।
ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, দায়াধন চাকমা, আবু বক্কর ছিদ্দিক  প্রমুখ।
প্রতি পরিবারের জন্য এসময়  চাল-১০কেজি,আলু-১কেজি,  সোয়াবিন-৫০০গ্রাম, ডাল-৫০০গ্রাম, লবণ-৫০০গ্রাম,সাবান-২টি করে বিতরন করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions