বৃহস্পতিবার | ০২ মে, ২০২৪

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০১৯ ০৭:১৪:৩৭ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৮:৫৬:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “জীবনের আগে জীবিকা নয়, সড়–ক দুর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা থেকে একটি র‌্যালী বের হয়ে হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক ইসমাইল, অটোরিক্স চালক কল্যান সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ যান বাহন মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, পাঁচটি কারন সড়ক দুর্গটনা বেশী ঘটে সেগুলো হলো,  ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ী  চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে। এ পাঁচটি বিষয় রোধ করা গেলে দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions