শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
বেতন ভাতা বৃদ্ধি ও চাকরী জাতীয়করণের দাবীতে

বান্দরবানে পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০১৯ ১০:০৭:৩৮ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১১:১০:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫(পনের)টি প্রকল্পের কর্মসূচি একত্রিত করে “বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশন ” এর পরিবর্তে রাজস্ব বাজেটসহ প্রকল্প কর্মসূচিতে কর্মরত সকল জনবলের সমন্বয়ে বিআরডিবিকে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর ”রুপান্তকরণ এবং সিবিএ কর্তৃক দাখিলকৃত ৭(সাত) দফা দাবীনামা বাস্তবায়নের দাবীতে বান্দরবানে জেলা দপ্তরে সামনে মানবন্ধন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের  কর্মকর্তা কর্মচারীদের ।

বৃহস্পতিবার সকালে বান্দরবান পল্লী উন্নয়ন বোর্ডের সমানে এই মানববন্ধন অনুৃষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সুইক্রচিং র্মামা,আলীকদম উপজেলার মাঠসহকারী আকলিমা বেগম,তাসলিমা বেগম,রেমাসংকিমবম,জিরাসংময় বম,হোসনে আরা বেগম,মোহাম্মদ ইউনুছ,পরেশ দাশ,হ্লাথোয়াই মং মারমা,মংক্যচিং মারমা,রহিমা বেগম,আবু বক্কর সিদ্দিক স্বপন তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা প্রায় শতাধিক জেলা উপজেলার কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বেতন ভাতা বৃদ্ধি ও চাকরী জাতীয়করণের দাবী জানান এবং সিবিএ কর্তৃক দাখিলকৃত ৭(সাত)দফা দাবী দ্রুত বাস্তবায়নের জোর তাগিদ দেন।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশ নেয়া বান্দরবান পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারীরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions