শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বান্দরবানে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির কর্মীসভা

বান্দরবানে আগামী নিবার্চনে কে প্রার্থী হবে মাম্যা চিং ও জাবেদ রেজা সিদ্ধান্ত নেবে : মীর মোহাম্মদ নাছির উদ্দিন

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০১৮ ০২:৪৯:৫৬ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৮:১৮:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আজকে বান্দরবানের এই কর্মী সভা, জনসভাতে পরিণত হয়েছে। আওয়ামীলীগের অবৈধ সরকার বিএনপিকে ভয় পায় বলেই বিএনপিকে রাজপথে আসতে দিচ্ছে না। বিএনপির চেয়ারর্পাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বান্দরবান জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন একটি ছোট্ট ঘরে রেখেছে। এটা কি মানুষ সহ্য করতে পারে? আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এসময় তিনি আরো বলেন, বান্দরবানে বিএনপির জেলা কমিটির সভাপতি ম্যাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার সিদ্ধান্ত মতে আগামী নিবার্চনে কে বান্দরবানে প্রার্থী হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা’র সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে শনিবার বিকালে বান্দরবানের ক্ষুদ্র নৃ গোষ্ঠির মিলনায়তনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

এসময় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মংশৈ ¤্রায়, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক চনুমং মার্মা, যুগ্ম আহ্বায়ক লিটল বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাবিকুর রহমান জুয়েল, জেলা যুবদলের  আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক শিমুল দাশ, বিএনপি নেতা আবিদুর রহমার, শাহাদাৎ হোসেন জনি, মহিলাদলের যুগ্ম আহবায়িকা আশেয়া আক্তার, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাফর উল্লাহ, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ছরোয়ার জামান, যুগ্ম আহ্বায়ক নু মং প্রু মার্মা সহ বান্দরবান জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।



কর্মী সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার কখনো বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে আর কোন নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নিবেন না। এসময় বক্তারা আরো বলেন, আজকের এই কর্মী সভার পর আমরা এবার রাজপথে নামার ঘোষনা দেব।

পাহাড়ের রাজনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions