বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্যের প্রদর্শনী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে কাউখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় কাউখালী অটোটরিয়াম হলরুমের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাউখালী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা,কাউখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ,ভ্যাটেনারী সার্জন প্রীমা মহাজন সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রাক্কালে ষড়যন্ত্রকারীরা দেশের সুর্যসন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে। তারা বেচে থাকলে দেশ হয়তো আরো এগিয়ে যেতো।
বুদ্ধিজীবিরা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান আহবান জানানো হয়।