নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা কমিটি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের বিরুদ্ধে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ (গণতান্ত্রিক ) সংস্কারপন্থী দলের পরিবার ও আত্মীয় স্বজনদের নিজ বসতবাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ইউপিডিএফের ভয়ে প্রায় দেড়শ পরিবার স্ব স্ব এলাকা ছেড়ে অনত্র চলে গেছে বলে জানানো হয়।
সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাসোনা চাকমা। এসময় উপস্থিত ছিলেন ববিতা চাকমা, যুবলীকা চাকমা, ঝর্ণা চাকমা, এলিনা চাকমা, রিতা চাকমা এবং সুনেতœা চাকমা প্রমুখ।
তাঁরা বলেন, প্রসীত খীসার দলের লোকজন ঘরে ঘরে গিয়ে ১২ এপ্রিল রাত ১২টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে মহালছড়ি উপজেলার মোবাছড়ি, বাঘাইছড়ির রেতকাবা মুখ, কেরাঙ্গাতলী, দীঘিনালার বানছড়া, পানছড়ির প্রায় দেড়শ পরিবার ইউপিডিএফের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঘর-বাড়ী ছেড়ে যাওয়া পরিবারগুলো ইউপিডিএফ-গণতান্ত্রিক ও জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন বলে জানায়। আছেন তাদের সাথে ভিন্নমত পোষনকারী সাধারণ গ্রামবাসীও।
সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রসীত খীসার সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানানো হয়।