সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

জন্মাষ্টমী উপলক্ষে তবলছড়িতে সংগীত সন্ধ্যা

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২৪ ০৮:৩৬:২৪ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫:৫২
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটি জেলা শহরের তবলছড়িতে ‘ভক্তিমূলক সংগীত সন্ধ্যা ও ধর্ম সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তবলছড়ি গৌর নিতাই আশ্রমে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে জাগো হিন্দু পরিষদ ৩ নম্বর ওয়ার্ড শাখা। এতে জাগো হিন্দু পরিষদ ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আদিত্য চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন তবলছড়ি রক্ষাকালী মন্দিরের প্রধান পুরোহিত রণধীর চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ জেলা কমিটির সভাপতি দেবব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি রাসেল পাল, সাধারণ সম্পাদক অতুল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় দাশ, ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কৌশিক ধর প্রমুখ। প্রমি দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনিমেষ মুৎসুদ্দি।

অনুষ্ঠানের মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ধর্ম সভা ও সাংস্কৃতিক আয়োজন। 

( প্রেস বিজ্ঞপ্তি)।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions