শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার পদত্যাগ চেয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২৪ ১২:৪৯:৩৫ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:৫৪:০৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙ্গালী জাতিকে -পাহাড়ী অ্যাখ্যা দিয়ে বক্তব্য রাখার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।  


বিক্ষোভ সমাবেশ থেকে গেল শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙ্গালী জাতিকে হেয় করে -পাহাড়ী বলে বক্তব্য প্রদান করেন। বাঙ্গালী জাতিকে -পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবী জানানো হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে সম্প্রতি সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions