সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি ও খাগড়াছড়ির দেড় শতাধিক পরিবার উপহার

প্রকাশঃ ২৭ অগাস্ট, ২০২৪ ০৪:৫৩:২৪ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:২২:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বন্যায়  ক্ষতিগ্রস্ত  রাঙামাটি খাগড়াছড়ির দেড় শতাধিক পরিবারসহ প্রতিবন্ধীরা পেল ভালোবাসার উপহার মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় এবং বিকেলে খাগড়াছড়ির বিজিতলাসহ স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে যৌথ সমন্বয়ে ভালোবাসা উপহার (ত্রাণ সামগ্রীতুলে দেয় জুরাছড়ি উপজেলাবাসী হিলর প্রোডাকশনের কর্মীরা। 

 

সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা,রামগর,পানছড়ি,সদর উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি ,নানিয়ারার,বরকল,লংগদু,কাউখালীসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যায় হাজার হাজার মানুষ পানি বন্ধী হয়। এতে বাড়ির জিনিসপত্রসহ ক্ষেতের কাঁচামাল নষ্ট হয়ে যায়।

 

মাচালং এলাকার ডিপুপাড়ার কার্বারী ধন শান্তি চাকমা বলেন, বন্যায় কবলিত হয়ে সাজেক ইউনিয়নে প্রায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত বৃষ্টির পানি সাজেক পাহাড় থেকে নেমে মাচালংয়ে পড়ে। বৃষ্টিপাত বেশি হওয়ায় ঘরবাড়ি,কাঁচামাল ডুবে যায়।  জুরাছড়ি হিলর প্রোডাকশনের ভালোবাসার উপহার পেয়ে অসহায় পরিবারের মুখে হাসি ফুটেসে। এভাবে সবার এগিয়ে আসা প্রয়োজন।

 

জুরাছড়ির সমন্বয়ক রিপেন চাকমা বলেন,বন্যার কারণে পাহাড়ি বাঙালি হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাজেক জুরাছড়ি থেকে অনেক দূরে। জুরাছড়ি থেকে সাজেকে যেতে এবং ফিরতে ৩দিনের অধিক সময় লাগে। তারপরেও তাদের বিপদের সময়ে পাশে দাঁড়াতে আমরা  জুরাছড়ি উপজেলাবাসী মানবিক সংগঠন হিলর প্রোডাকশনের যৌথ উদ্যোগে ভালোবাসার উপহার দিয়েছি।

 

হিলর প্রোডাকশনের সভাপতি ইমন চাকমা বলেন, জনগণের থেকে আর্থিক সাহায্য উত্তোলন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ভালোবাসার অনেক উপহার বিতরণ করেছি। এর আগে  খাগড়াছড়ি রাঙামাটি মিলে ৮০ পরিবারকে দেওয়া হয়েছে। এবারেও মাচালং রাঙামাটি খাগড়াছড়ি জেলায় দেড় শতাধিক পরিবারের মাঝে মানবিক উপহার (ত্রাণ) দিয়েছি। 



 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions