বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান সমাজের উন্নয়নে যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে : মো.সাইফুল ইসলাম রাঙামাটিতে পাহাড়ের জুমে উৎপাদিত কৃষি পণ্যের প্রদর্শনী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। খাগড়াছড়ির রামগড়ে এক আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণকারী মোঃ ইউসুফ, রানা,মোশাররফ গং কে দ্রুত গ্রেফতার, রাঙামাটি বনরুপায় এক আদিবাসী নারী শিশুকে ধর্ষণকারী মোঃ হাবিবুর রহমান ও বান্দরবান নাইক্ষ্যংছড়িতে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী মোঃ ফারুককে আইনানুগত শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ হতে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে চট্টগ্রাম কলেজ অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী নিলা চাকমার সভাপতিত্বে ও বিকাশ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের ছাত্র রিপুল চাকমা, রাঙামাটি সরকারি কলেজ মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী উক্রাচিং মারমা, রাঙামাটি সরকারি কলেজ অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুষ্টন চাকমা, শিক্ষার্থী কিকো দেওয়ান ও সংস্কৃতিকর্মী বিজ্ঞান্তর চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে তিন পাহাড়ী নারী ধর্ষনের শিকার হলো।সেই ধর্ষণকারীদের এখনো কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচার না হওয়া অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে বার বার ধর্ষনের শিকার হতে হচ্ছে পাহাড়ের আদিবাসী নারীদের। যার কারণে পার্বত্য চট্টগ্রামের নারীরা আজ নিরাপদ নয়।
তাই অতিদ্রুত ধর্ষণকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবির পাশাপাশি পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ১৯০০ সালে রেগুলেশন বাতিলের তাল বাহানা করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবেও হুঁশিয়ারি দেন বক্তারা।