রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মৌসুমি বায়ূর প্রভাবে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে ১৮ দিনের ব্যবধানে আবারও পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। মঙ্গলবার সকাল থেকে জেলা সদর, মাটিরাঙা, দীঘিনালা, রামগড় ও পানছড়ি উপজেলায় চেঙ্গী, মাইনী ও ফেনী নদীর পানি বেড়ে পানি ঢুকছে নিম্নাঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার তীরবর্তী বাসিন্দারা।
এ দিকে মাইনী নদীর পানি বেড়ে সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসের ঘটনা ঘটেছে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায়। টানা বৃষ্টিতে পাহাড় থেকে গাছ ভেঙ্গে বৈদ্যুতিক তারের উপর পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বাড়ার আশঙ্কা রয়েছে। গেল ২৪ ঘন্টায় ৩৬ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পাহাড় ধস ও পানিবন্দী পরিবারের জন্য পুরো জেলায় ৯৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সবধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে।