রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪
খাড়াছড়িতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম

পাহাড়ে শিক্ষার প্রসারে সেনাবাহিনী কাজ করছে:ব্রিগেডিয়ার আমান হাসান

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২৪ ০১:১৬:৪১ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৫:৪৩:০৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শান্তি, সম্প্রীতি উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে সেনাবাহিনীর নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে মহালছড়ি জোনের উদ্যোগে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উদ্বোধন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পরিবার থেকে একজন শিশুর প্রথম শিক্ষা জীবন শুরু হয়। পরিবারই প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানদের পারিবারিক শিক্ষায় শিক্ষিত করা। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে সেনাবাহিনীর সবধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।  

 

সময় মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মো. সাদাত রহমান জিএসও টু (ইন্টেলিজেন্স) মেজর মো. জাবির সোবহান মিয়াদ সহ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয় উদ্বোধনের পাশাপাশি উন্নয়ন কর্মসূচির আওতায় শতাধিক উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা উপকরণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions