মৎস্যজীবিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় অনুষ্ঠিত বান্দরবানে ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে ম্রো ভাষা রক্ষায় চালু হলো “ আরোং আনৈই ছাত্রাবাস ” লংগদুরের দুর্গম লেমুছড়িতে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর রাঙামাটি শ্রী শ্রী রক্ষা মন্দির পরিদর্শন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রথমবারের মতো বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি মেডিকেল কলেজ (রামেক) শাখা কমিটি পেল। শাখা ছাত্রলীগের প্রথম কমিটির সভাপতি হয়েছেন তন্ময় চৌধুরী এবং সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজ মনোনীত হয়েছেন। রোববার (৩০ জুন) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে ২৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন অর্পণ ত্রিপুরা, অনুপম ভট্টাচার্য, সুমাইয়া বিনতে আমিন, একেএম কামরুজ্জামান রিয়াদ, ইরফান বিন কায়েস, ক্যাচিংনু মারমা, মিং এ মং মারমা, আফিফা আক্তার তৃতীয়া ও ফাহিম মুনতাসির। যুগ্ম সাধারণ সম্পাদকে পদ পেয়েছেন বিক্রমাদিত্য চাকমা, জুনাইদ মাশরুর আলো, মং মং মারমা, বর্তী চাকমা, প্রাঙ্গণ মল্লিক, আসিফ ইবনে হোছাইন, দীপ্ত দে, আকতার হোসেন আকিব।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমতিয়াজ আহসান, চিংসা মং মারমা, জিয়াদুল হক, কমল ত্রিপুরা, অংক্য চিং মারমা, অভিজিৎ বৈদ্য, আহসানুল শাফিন আহমেদ ও সৃজন কান্তি দে। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।