কাউখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন মৎস্যজীবিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় অনুষ্ঠিত বান্দরবানে ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে ম্রো ভাষা রক্ষায় চালু হলো “ আরোং আনৈই ছাত্রাবাস ” লংগদুরের দুর্গম লেমুছড়িতে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। "কাউখালী উপজেলার বেতবুনিয়ায় নবপ্রতিষ্ঠিত দীপংকর তালুকদার কলেজের উদ্বোধন উপলক্ষে এক প্রস্ততি সভা গতকাল শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্টাতা সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী,ভাইস চেয়ারম্যান লাথোয়াই মারমাসহ কমিটির সকল সদস্যবৃন্দগন।
সভায় জানানো হয় আগামী ১১ জলাই বৃহস্পতিবার বেতবুনিয়া দীপংকর তালুকদার কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রাঙামাটির সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার এম,পি ।
সভায় সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে,কলেজটিকে শিক্ষার গুনগত মান, উন্নত প্রযুক্তি ও উন্নত বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের আদলে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে মুল লক্ষ্য। এতে এলাকার সর্বস্তরের সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানানো হয়।