কাউখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন মৎস্যজীবিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় অনুষ্ঠিত বান্দরবানে ভোটার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে ম্রো ভাষা রক্ষায় চালু হলো “ আরোং আনৈই ছাত্রাবাস ” লংগদুরের দুর্গম লেমুছড়িতে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। ২০১৩ সালে দায়ের করা জিআর মামলার সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ । রোববার দুপুরে দিকে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত
আসামী
হলো মোঃ আকবর হোসেন
,সে
উপজেলার
রাঙ্গীপাড়া
এলাকার
জনৈক মান্নানের
ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানিয়েছেন এসআই আতিকুর রহমান, ও জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীম চট্টগ্রামের বন্দর এলাকা হতে তথ্য প্রযক্তির মাধ্যমে শনাক্ত করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৩ সালে জিআর মামলা নং ৩৯৯ এ দুবছরের সাজাপ্রাপ্ত ছিলো। গ্রেফতারকৃত আসামীকে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত-তে পাঠানো হয়েছে।