রবিবার | ১৯ জানুয়ারী, ২০২৫

রাঙামাটির কাউখালীতে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশঃ ৩০ জুনe, ২০২৪ ০৪:৪৯:২৯ | আপডেটঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৬:৩৪:৫৩

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)।  ২০১৩ সালে দায়ের করা জিআর মামলার সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে গ্রেফতার রেছে কাউখালী থানাপুলিশ রোববার দুপুরে দিকে পুলিশের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামী লো মোঃ আকবর হোসেন ,সে উপজেলার রাঙ্গীপাড়া এলাকার নৈক মান্নানের ছেলে।


কাউখালী থানার ফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানিয়েছেন এসআই আতিকুর রহমান, জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীম চট্টগ্রামের বন্দর এলাকা তে তথ্য প্রযক্তির মাধ্যমে শনাক্ত রে তাকে গ্রেফতার রে। তার বিরুদ্ধে ২০১৩ সালে জিআর মামলা নং ৩৯৯ দুবছরের সাজাপ্রাপ্ত ছিলো। গ্রেফতারকৃত আসামীকে রাঙামাটি জেলা দায়রা জজ আদালত-তে পাঠানো হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions