রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ রাবিপ্রবির নব নিযুক্ত উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালী থেকে পাচার কালে বেতবুনিয়ার রাবার বাগান ফরেনার পুলিশ চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৫লিটার চোলাইমদ সহ একজনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৪৪) নরসিংদী জেলার, নরসিংদী সদর মাধবপুর ৭ নং ওয়ার্ডের বীরঘোনা এলাকার রাজা মিয়ার ছেলে। কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানান মাদক পাচার রোধে কাউখালী থানা পুলিশের জিরো টলারেন্স নীতির কারনে মাদক উৎপাদন এবং পাচারকারীরা এখন ভিন্ন পথ অনুসরন করছে।
আজ সকালে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেকপোষ্ট অতিক্রমকালে এস আই মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তৈরী চোলাইমদ একজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাউখালী থানায় মামলা দায়ের করে আসামীকে রাঙামাটির আদালতে প্রেরন করা হয়েছে