বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঘাইছড়ি পৌরসভায় চাল বিতরণ

প্রকাশঃ ১৩ জুনe, ২০২৪ ০৩:৩৩:২৪ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:০৭:৫৯

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। আগামী ১৭ জুন মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় ১৫৪০ পরিবারের দরিদ্র, অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি জনপ্রতি চাল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ টায় উৎসব মুখর পরিবেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যলয় এর কর্মসূচীর আওতায় উপজেলা খাদ্য গুদামের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পৌর মেয়র জমির হোসেন।

 

এসময় প্যানেল মেয়র ত্রিদিব দাশ সহ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উপহারের চাল নিতে আসা পৌরসভার মধ্যম পাড়া এলাকার জোৎসানা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি চাল পেয়ে খুব খুশি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মেয়র জমির হোসেন এর জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু দান করেন।

 

পৌর মেয়র জমির হোসেন বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ বলে মন্তব্য করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

 

এসময় প্রতি পৌরসভার টি ওয়ার্ডে ১৫৪০ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions