শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষায় অংশ নিলেন কাপ্তাইয়ের এসএসসি পরীক্ষার্থী

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:০১:৫২ | আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২৫:৫৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে   ধর্ম বিষয়ে পরীক্ষায়   অংশ নিলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেমেসিং মারমা


মেমেসিং মারমা এর পিতা উপাচিং মারমা (৪৭) গত সোমবার(২৬ ফেব্রুয়ারিবিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে  মারা যান তিনি পেশায় কৃষক দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা


কারবারি আরোও জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতান তাঁর মেয়ে বাবার মরদেহ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন মঙ্গলবার বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে  তাঁকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়


ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা   ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে অংশ নিচ্ছেন 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions