সোমবার | ২৯ এপ্রিল, ২০২৪
বান্দরবানে

মোবাইল ফোন আর বিকাশে ভুলক্রমে যাওয়া অর্থ উদ্ধার করলো এপিবিএন

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:২৬:০০ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৮:০২:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান এর সদস্যরা অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪০টি হারানো মোবাইল ফোন আর বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৬৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

রবিবার (২৫ ফেব্রয়ারি) বিকেলে ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া ৪০টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৬৮ হাজার ২৫০টাকা প্রমাণ স্বাপেক্ষে উপযুক্ত ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয়।

এসময় ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান হারানো এই মোবাইল এবং টাকা মালিকদের হাতে তুলে দেন।

এসময় ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মো. আব্দুল গণি এবং ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মো.রবিউল করিম সিকদার সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্য, সাংবাদিক এবং জেলা ও উপজেলা থেকে আগত মোবাইল এর মালিকেরা উপস্থিত ছিলেন।

সুত্রে জানা যায়, দেশের বিভিন্ন থানায় মোবাইল হারানো ও বিকাশে ভুলক্রমে টাকা চলে যাওয়ায় প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করার পর ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা অভিযান শুরু করে এবং  সেনবাগ থানার জিডি, তেজগাঁও থানার জিডি, রামগঞ্জ থানার জিডি, বান্দরবান সদর থানা সহ বিভিন্ন থানার জিডির প্রেক্ষিতে উদ্ধার কাজ শুরু করে, পরে তাদের অভিযানে উদ্ধারকৃত এই মোবাইল ফোন ও নগদ টাকা উপযুক্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন পার্বত্য এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সাধারণ জনগণের কল্যাণে কাজ করছে । তিনি আরো বলেন, ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন বান্দরবানে একটি সাইবার সেল গঠন করা হয়েছে এবং ৩টি টিম কাজ করছে এবং প্রতিমাসে ৫০-৬০টি হারানো মোবাইল ফোন এই টিম উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 তিনি আরো বলেন, ভুলক্রমে বিকাশ, রকেট বা কোন অপারেটরে টাকা চলে গেলে সেটা সাধারণ ডায়েরির কপি পেলে আমরা উদ্ধার করার কাজ শুর করি এবং প্রতিমাসে ৬০-৭০ হাজার টাকা উদ্ধার করা হচ্ছে এবং এই পর্যন্ত বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, কারো  ইমেল বা ফেইসবুক আইডি হ্যাক হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক নিরাপত্তা দেয়ার পাশাপাশি তার আইডি পুনরুদ্ধার করতে সহায়তা করছি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions