সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে ফের আ. লীগের মনোনয়ন পেলেন দীপংকর তালুকদার

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৩ ০৫:০২:৪৪ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০৫:২৯:৪৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সপ্তম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য দীপংকর তালুকদার

 

রোববার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনে দীপংকর তালুকদারের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

 

এর আগে, ছয় বার দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চার বার বিজয়ী এবং দুই বার হেরেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের এইহেভিওয়েটনেতা


দীপংকর তালুকদার বর্তমানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেন জেলা আওয়ামী লীগের সাবেক-বর্তমান নেতাসহ মোট ১১ জন ছিলেন সাবেক সরকারি কর্মকর্তাও

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions