সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

লংগদুর মাইনী বাজারে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৩ ০২:১১:৪৩ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৩:২৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে বৃহত্তর মাইনী বাজারে মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে লংগদু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নি-নির্বাপণ কর্মশালা মহড়া অনুষ্ঠিত হয়েছে

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বাজারের অগ্নি নির্বাপণ কমিটির আহ্বায়ক আব্দুল আলীমের তত্ত্বাবধানে গরুর হাটে অগ্নি-নির্বাপণ কর্মশালা মহড়া পরিচালনা করেন লংগদু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মো. সেলিম

 

এসময় আরো উপস্থিত ছিলেন মাইনী বাজার কমিটির সভাপতি মো. আব্দুর রশীদ, সহ সভাপতি মো. জামাল উদ্দিন ইউপি সদস্য আবুল কাশেম, বাজার অগ্নি নির্বাপণ কমিটির সদস্য সচিব জিসান, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য, ফায়ার সার্ভিস দলসহ ব্যবসায়ী সাধারণ জনতা

 

মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড সংঘটিত হলে উদ্ধার কাজ অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। একই সাথে বাসা-বাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়

 

বাজার ব্যবসায়ী জনসাধারণের উদ্দেশ্যে অগ্নি-নির্বাপণ কর্মশালা মহড়া বিষয়ে ফায়ার স্টেশনের লিডার মো. সেলিম বলেন, ধরনের মহড়া আমাদের সকলের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে

 

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি পরিবার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা রাখতে হবে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions