সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

সোহাগের এসএসসিতে অংশগ্রহণ নিশ্চিত করলো সেনাবাহিনী

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৩ ০৩:০৭:০৮ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৭:৫১

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। এবারের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী মো. সোহাগ। উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থাভাবে ফরম পূরণ নিশ্চিত করতে পারেনি। ফলে অনিশ্চয়তায় ছিল এসএসসির কেন্দ্র পরীক্ষায় অংশগ্রহণ

 

সোহাগের পিতা অসহায় জয়নাল আবেদীন সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় অর্থের অভাবে যথাসময়ে ছেলের পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হন। এমতবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন (তেজস্বী বীর)' অধিনায়ক বরাবর সহযোগিতার আবেদন করেন

 

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লংগদুর রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে জোন কমান্ডারের পক্ষে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফয়েজ আহমেদ প্রধান শিক্ষক মো. নুরুল করিমের উপস্থিতিতে পরীক্ষার্থী সোহাগের হাতে সেনাবাহিনীর উপহারসরূপ ফরম পূরণের সম্পূর্ণ টাকা তুলে দেন

 

এবিষয়ে লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সমগ্র দেশ তথা পাহাড়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে দেশ জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত প্রত্যন্ত পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions